Wait for the page to load...

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জের এসপি প্রত্যাহার

প্রতিবেদক: Jewel Rana

প্রকাশকাল: ২২ জানুয়ারি, ২০২৬

কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের (এসপি) প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার পৃথক চিঠিতে তাদের প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল (মঙ্গলবার) এক দিনের মধ্যে তাদের পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

প্রত্যাহার হওয়া চার এসপি হলেন— কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম, সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান

তাদের মধ্যে কক্সবাজারের এসপির বিরুদ্ধে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে, আর সুনামগঞ্জের এসপির বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। যশোর ও নীলফামারীর এসপিদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা জানা না গেলেও পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, নৈতিক স্খলন ও দুর্নীতির কারণেই তাদের প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন।”

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) ইনামুল হক জানান, চার এসপিকে অবিলম্বে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সম্পাদনা: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন