Wait for the page to load...

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ (শরৎকাল)

প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ, পাকিস্তান শাহিনসের কাছে হার

প্রতিবেদক: Jewel Rana

প্রকাশকাল: ৩১ আগস্ট, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেই ম্যাচেই ফুটে উঠেছে ব্যর্থতা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেনি টাইগাররা, যার ফলে ৭ উইকেটের বড় হার সঙ্গী হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তবে ব্যাটিং লাইনআপ একেবারেই ভেঙে পড়ে। ৩৮.২ ওভারে মাত্র ২০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহিনস।

বাংলাদেশের ইনিংস: মিরাজ ছাড়া সবাই ব্যর্থ
প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম আউট হয়ে ফেরেন। অধিনায়ক শান্ত তিন নম্বরে নেমে ধীরগতির ব্যাটিং করলেও টেকেননি বেশিক্ষণ। ২১ বলে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন। সৌম্য সরকার কিছুটা ভালো ব্যাটিং করলেও ৩৮ বলে ৩৫ রান করে রান আউটের শিকার হন।

চারে নামা মেহেদী হাসান মিরাজ একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন তাওহীদ হৃদয় (২০) ও মুশফিকুর রহিম (৭)। দলীয় সর্বোচ্চ ৪৪ রান আসে মিরাজের ব্যাট থেকে (৫৩ বলে)। আট নম্বরে নেমে ব্যর্থ হন জাকের আলি (৪), রিশাদ হোসেন করেন ১৪ রান।

শেষদিকে কিছুটা লড়াই করেন তানজিম সাকিব। ২৭ বলে ৩০ রান করেন তিনি। নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ১৫ রান, আর ৭ বলে ৪ রান করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। পাকিস্তানের পক্ষে উসামা মির ৪টি ও মুবাসসির খান ৩টি উইকেট নেন।

পাকিস্তানের জয়ের পথচলা ছিল সহজ
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনসও শুরুতে চাপে পড়ে। ১০ ওভারের মধ্যে তারা ২ উইকেট হারায়, একটি নেন নাহিদ রানা, আরেকটি উইকেট শিকার করেন মিরাজ। পরে আরেকটি উইকেট হারালেও এরপর তারা আর বিপদে পড়েনি। ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান শাহিনস।

এই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়েই উঠছে প্রশ্ন। মূল টুর্নামেন্টে দল কতটা ভালো করতে পারবে, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

সর্বশেষ সম্পাদনা: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১২:২২ অপরাহ্ন