Wait for the page to load...

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
১১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ (শরৎকাল)

ইউক্রেন যুদ্ধ: আলোচনায় যুক্তরাষ্ট্র-রাশিয়া, এরদোয়ানের সঙ্গে জেলেনস্কি

প্রতিবেদক: Jewel Rana

প্রকাশকাল: ২৬ আগস্ট, ২০২৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেছে। তবে বৈঠকে ইউক্রেনকে রাখা হয়নি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরে গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই নিয়ে তৃতীয়বারের মতো জেলেনস্কি তুরস্ক সফরে গেলেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকাল চারটায় এরদোয়ান ও জেলেনস্কি যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। এছাড়া জেলেনস্কি স্ত্রী ওলেনা জেলেনস্কার সঙ্গে ইউক্রেন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কি সোমবার সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্কে যান। তিনি এরদোয়ানের সঙ্গে আলোচনায় বন্দী বিনিময়সহ অন্যান্য বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।

এরদোয়ানের একজন সহযোগী ফারহেতিন আলতুন জানান, দুই দেশের মধ্যে ‘সহযোগিতা’ আরও জোরদার করার লক্ষ্যে এই আলোচনা হবে।

আঙ্কারার প্রেসিডেন্টের প্রাসাদে এরদোয়ান ও জেলেনস্কির বৈঠক হয়। এর কয়েক ঘণ্টা আগে রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসেছিলেন ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা।

এদিকে, ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন।

তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আঙ্কারা ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে। তবে দেশটি পশ্চিমাদের নেতৃত্বে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থেকেছে। এছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দী বিনিময়ের ক্ষেত্রে তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ভূমিকা রেখেছে।

সর্বশেষ সম্পাদনা: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন