Wait for the page to load...

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
১১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ (শরৎকাল)

ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্ন আফগান তারকা মোহাম্মদ নবীর

প্রতিবেদক: Jewel Rana

প্রকাশকাল: ২৬ আগস্ট, ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করেছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। তবে এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর অবসর নিয়ে “এখনও ভাবছেন” বলে জানিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।

আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন নবি। ওয়ানডেও ছাড়ার ঘোষণা দিলেও এখন সেটি পুনর্বিবেচনা করছেন। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে যত ম্যাচই খেলুন না কেন, একটি ম্যাচ ছেলের সঙ্গে খেলতে চান তিনি।

নবির ছেলে হাসান ইশাখিল গত বছর আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। তার সঙ্গে জাতীয় দলে একটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করে নবি বলেন,
“এটা আমার স্বপ্ন। আশা করি, আমরা এটা সত্যি করতে পারব। হাসান খুব ভালো করছে…সে খুব পরিশ্রমী, আমিও তাকে পরিশ্রম করতে বলি।”

কবে অবসর নেবেন—এমন প্রশ্নে নবি বলেন,
“এটা হয়তো আমার শেষ ওয়ানডে নয়। কম ম্যাচ খেলতে পারি, তরুণদের সুযোগ দিতে চাই। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, হয়তো শুধু গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলব। সবকিছু নির্ভর করছে আমার ফিটনেসের ওপর।”

ফ্র্যাঞ্চাইজি লিগ ও জাতীয় দলে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন নবি। সবকিছু ঠিক থাকলে আরও ২-৩ বছর খেলা চালিয়ে যেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সম্পাদনা: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন